বিজেপির প্রতিবাদ মিছিল। উত্তর কলকাতায়।
বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি আক্রমণের ঘটনার প্রতিবাদে ফের রাস্তায় নামতে চলেছে বিজেপি। শিয়ালদহ থেকে মিছিল করে আজ, সোমবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিযানের ডাক দিয়েছে তারা। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষেদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা। এর আগে এই বিষয়েই উত্তর কলকাতার রামমন্দির থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছিল বিজেপি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে