West Bengal

রাজ্যে ফের কেন্দ্রীয় দল চায় বিজেপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

ব্যর্থতা দেখতে হলে গুজরাতে যান- রাজ্যে ফের কেন্দ্রীয় দল আসা নিয়ে দার্জিলিঙের সাংসদের মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানাল তৃণমূল। রবিবার সাংসদ রাজু বিস্তা এবং বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় হিলকার্ট রোডে বিজেপির দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে সাংসদ জানান, রাজ্যে ফের কেন্দ্রীয় দল পাঠানোর জন্য সুপারিশ পাঠাচ্ছে বিজেপি। রাজ্যের শাসকদলের নেতারা জানিয়েছেন, রাজ্য সরকার করোনা মোকাবিলার জন্য সাধ্যমতো চেষ্টা করে চলেছে। আর বিজেপি, কেবল কেন্দ্রীয় দল নিয়ে রাজনীতি করছে।

Advertisement

এ দিন সাংবাদিক বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ দাবি করেন, উত্তরবঙ্গের সাত জেলায় লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছে বলে উত্তরবঙ্গকে উপেক্ষা করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পরিকাঠামো ঠিক নেই। নমুনা পরীক্ষার কাজও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ তাঁর। চম্পাসারির নিয়ন্ত্রিত বাজার নিয়েও অবহেলার অভিযোগও তোলা হয়। বিজেপি নেতাদের দাবি, শ্রমিক স্পেশ্যাল ট্রেন রাজ্যে সময়ে ঢুকতে দেওয়া হয়নি। রাজু বন্দ্যোপাধ্যায় জানান, দল এবং দলের সাংসদরা সুপারিশ পাঠাচ্ছেন, যাতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হয়।

রাজু বিস্তা বলেন, "কেন্দ্রীয় সরকার এত খাদ্যশস্য, পোশাক পাঠিয়েছে, সেগুলি গেল কোথায়? মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।" দক্ষিণবঙ্গে বেওয়ারিশ দেহের সৎকার নিয়েও দিন সরব হন তাঁরা।

Advertisement

দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, "কেন্দ্রীয় দল হাজার বার আসুক। কিন্তু তা নিয়ে রাজনীতি যেন না হয়। এই সময়ে সহযোগিতার হাত না বাড়িয়ে, ফের অসহযোগিতার রাজনীতি করছে বিজেপি।" তৃণমূল নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী এবং দলের অন্যান্য নেতারা করোনা মোকাবিলায়, আর্ত, দুর্গতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সে কাজে বিজেপি নেতাদের দেখা যায় না। মানুষের অভাব-অভিযোগ থাকলে, রাজ্যই তা দেখবে। রঞ্জন বলেন, ‘‘দু'মাস সাংসদের তো দেখাই পাওয়া যায়নি। এখন রাজনীতি করতে এসেছেন। তিনি ব্যর্থতা দেখতে চাইলে বরং গুজরাতে যান’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন