Dilip Ghosh

বাঁকুড়ায় আক্রান্ত দিলীপ ঘোষ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০১:০৭
Share:

হামলার পর দিলীপ ঘোষের গাড়ি। নিজস্ব চিত্র।

আক্রান্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Advertisement

বুধবার বাঁকুড়ার খাতরায় আদিবাসীদের নিয়ে একটি কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। কর্মসূচি সেরে রাতে এক দলীয় কর্মীর বাড়িতে খেতে যান। সেখান থেকে খাতরারই একটি হোটেলে ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তৃণমূলের মদতেই হামলা, এমনটাই অভিযোগ বিজেপি-র।

হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি, হামলার পরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনও তৎপরতা দেখায়নি পুলিশ।

Advertisement

অন্য আরেকটি ঘটনায় ব্যারাকপুরে আক্রান্ত হয়েছেন ত্রিপুরার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়। এ ক্ষেত্রেও হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। আগামী ১১ অগস্ট মেয়ো রোডে যুব সমাবেশ কর্মসূচি যুব মোর্চার। তার প্রস্তুতিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই আক্রান্ত হন তিনি। তাঁরও গাড়ি ভাঙচুর করা হয়।

ভাঙচুরের পর বিজেপি যুবনেতার গাড়ি, ব্যারাকপুরে। নিজস্ব চিত্র।

দিলীপ ঘোষ এবং টিঙ্কু রায়ের ওপর হামলার অভিযোগ উঠলেও, সে সম্পর্কে তৃণমূলের সংশ্লিষ্ট জেলা কমিটিগুলির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। হামলার অভিযোগ সামনে আসার পর তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তাঁরা ফোন ধরেননি।

আরও পড়ুন: চাকদহে আক্রান্ত শমীক ভট্টাচার্য, গাড়িতে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

বুধবার চাকদহতেও দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর গাড়িতে হামলার পাশাপাশি তাঁকে মারধরও করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এ ক্ষেত্রে অবশ্য অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন