ডিসি-র কার্যালয়ে বিক্ষোভ

প্রধান অভিযুক্ত শেখ সইফুলকে গ্রেফতারের দাবিতে শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদীর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০৩:২৬
Share:

ফাইল ছবি

দলের বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুনে প্রধান অভিযুক্ত শেখ সইফুলকে গ্রেফতারের দাবিতে শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদীর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

Advertisement

বিজেপি-র অভিযোগ, অন্যতম অভিযুক্ত শেখ সইফুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়াতেই পুলিশ তাঁকে ধরেনি। উল্টে, এ দিন বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতাদের উপরে লাঠি হাতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এ দিন কলকাতায় অভিযোগ করেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এখানে গুন্ডারাজ চলছে। এ দিনের ঘটনা তারই প্রমাণ।’’ লাঠি চালানোর কথা অস্বীকার করেছেন ডিসি (পূর্ব) অভিষেকবাবু। সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘খুনের ঘটনার তদন্তে কোনও রাজনৈতিক যোগ মেলেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement