Koustav Bagchi

নিরাপত্তা নিয়ে কেন্দ্র, ডিজি-কে চিঠি কৌস্তভের

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কৌস্তভের অভিযোগ, ক্ষতি করতেই ব্যারাকপুর-ওল্ড ক্যালকাটা রোডে তাঁর বাড়ির সামনে ব্যারাকপুরের পুর-প্রধান, পুর-প্রতিনিধিরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৬:৪৫
Share:

কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্য পুলিশের ডিজি-সহ নানা স্তরের পাঁচ আধিকারিককে শুক্রবার ই-মেল করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানালেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কৌস্তভের অভিযোগ, ক্ষতি করতেই ব্যারাকপুর-ওল্ড ক্যালকাটা রোডে তাঁর বাড়ির সামনে ব্যারাকপুরের পুর-প্রধান, পুর-প্রতিনিধিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। কয়েক দিন আগে এক রোগী মৃত্যুর ঘটনার জেরে ব্যারাকপুরের এক নার্সিং হোমে চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল কৌস্তভের বিরুদ্ধে। রোগীর পরিবারের উপরে চাপ সৃষ্টির পাল্টা অভিযোগ করেছেন কৌস্তভও। এ সবের জেরে তৃণমূল তাঁর বাড়ির কাছে মাইকে প্রচার করেছে বলে বিজেপি নেতার অভিযোগ। কৌস্তভ সংশ্লিষ্ট অশান্তির সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে দাবি করেন, “যিনি চড় মারছেন, তিনি তৃণমূল কর্মী। অথচ দোষ হল আমার?” এই সমস্ত প্রেক্ষিতেই নিজের ও পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন কৌস্তভ। ব্যারাকপুরের পুর-প্রধান, তৃণমূলের উত্তম দাসের অবশ্য বক্তব্য, “নিজের রাজনৈতিক জমি শক্ত করতে উনি ধমকে-চমকে ব্যারাকপুরের শান্ত পরিবেশ নষ্ট করার কথা ভাবছেন। সেটা হতে দেব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন