—প্রতীকী চিত্র।
রাসবিহারী বিধানসভার বাসিন্দা একটি পরিবারের পূরণ করা গণনা-পত্র সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বুথ লেভল অফিসার (বিএলও), এমন দাবি করে এবং ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালকে চিঠি লিখে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংশ্লিষ্ট বিএলও ৩ ডিসেম্বরের মধ্যে গণনা-পত্র বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে বলে ওই পরিবারকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা এখনও সংগ্রহ করা হয়নি। এমনকি, বিএলও জানিয়েছেন, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন বন্ধ হওয়ার ফলে গণনা-পত্র তিনি সংগ্রহ করতে পারবেন না। পরিবারটিকে ট্রেজ়ারি বিল্ডিংয়ে গিয়ে তা জমা দিতে হবে। আশুতোষের অভিযোগ, “নির্বাচন কমিশনের গাফিলতির জন্যই পরিবারটিকে হয়রানির শিকার হতে হচ্ছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে