Bomb scare in Howrah Maidan

হাওড়া ময়দানে পরিত্যক্ত কালো ব্যাগ ঘিরে বোমাতঙ্ক! শেষমেশ কী মিলল সেই ব্যাগ থেকে

পরিত্যক্ত কালো ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল হাওড়া ময়দান এলাকায়। শুক্রবার দুপুরে একটি পাঁচিলের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:১৭
Share:

কালো ব্যাগ ঘিরে বোমাতঙ্ক হাওড়া ময়দান এলাকায়। —নিজস্ব চিত্র।

পরিত্যক্ত কালো ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল হাওড়া ময়দান এলাকায়। শুক্রবার দুপুরে একটি পাঁচিলের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আসে। ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ও স্নিফার ডগ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামের গেটের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়েরা। ওই গেটের সামনে দিয়েই স্টেডিয়ামের ভিতরে যাতায়াত করেন স্কুলের ছাত্রছাত্রীরা। এমনকি রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও ওই রাস্তা দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেন। সেই প্রবেশপথের পাশে ওই রকম কালো ব্যাগ পড়ে থাকায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা করে জানায়, ব্যাগ থেকে কোনও বিস্ফোরক মেলেনি। পাওয়া গিয়েছে জামাকাপড়, জলের বোতল ও টিফিন বাক্স।

ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে হাওড়া থানা। তা সত্ত্বেও কী ভাবে দীর্ঘ ক্ষণ একটি ব্যাগ হাওড়া ময়দানের সামনে পড়ে থাকল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, ব্যাগে যদি জামাকাপড়ের বদলে সত্যি সত্যিই বোমা থাকত, তা হলে বড় কিছু ঘটে যেতে পারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement