পাক-প্রশস্তি, ওঠবোস কিশোরকে

সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে ফের নিগ্রহের ঘটনা ঘটল মেদিনীপুরে। ইঞ্জিনিয়ারের পরে ‘দ্বেষপ্রেমীদের’ নিশানায় কিশোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৪
Share:

সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে ফের নিগ্রহের ঘটনা ঘটল মেদিনীপুরে। ইঞ্জিনিয়ারের পরে ‘দ্বেষপ্রেমীদের’ নিশানায় কিশোর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুরের স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা বছর সতেরোর ওই স্কুল ছাত্র ফেসবুকের ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করেছিল। নিজের ছবির পাশে দিয়েছিল পাকিস্তানের পতাকার ছবি। আর উপরে লিখেছিল, ‘আই লাভ পাকিস্তান’। এর জেরেই বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক ওই কিশোরের উপর চড়াও হয় বলে অভিযোগ। ‘দেশবিরোধী’ মন্তব্য করেছে, এই ‘অপরাধে’ তাকে কান ধরে ওঠবোস করানো হয়।
শুক্রবার বাড়িতে গিয়ে ওই কিশোরকে পাওয়া যায়নি। তার পরিজনেরাও এ নিয়ে কিছু বলতে চাননি। কোনও অভিযোগও দায়ের হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ওই কিশোরকে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে এসেছিল পুলিশ। কিশোরের ‘নিরাপত্তার’ স্বার্থেই এই পদক্ষেপ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ওই যুবকদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।’’
ফেসবুকে যুদ্ধ বিরোধী মতামত জানানোয় বুধবার রাতে মেদিনীপুর শহর লাগোয়া এলাকায় আক্রান্ত হন সিভিল ইঞ্জিনিয়ার দীপায়ন ধর। পুলিশ সুপার বলেন, ‘‘দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন