Professor Union

মমতার ‘আশীর্বাদ’ নিয়ে নতুন রাস্তায় কলেজের অধ্যক্ষেরা

ব্রাত্য অনুষ্ঠানের পরে বলেন, ‘‘শিক্ষার উন্নয়ন ও উৎকর্ষে অধ্যক্ষদের সংগঠন নতুন ভাবে, নতুন আঙ্গিকে কাজ করবে। মাথার উপরে অবশ্যই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৮:১৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সম্মেলনে এসে সেই সংগঠনের মাথার উপরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশীর্বাদ’ রয়েছে বলে রবিবার স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর ফলে রাজ্যের কলেজের অধ্যক্ষদের সংগঠনটিতে ভাঙন স্পষ্ট হয়ে গিয়েছে। ব্রাত্য অনুষ্ঠানের পরে বলেন, ‘‘শিক্ষার উন্নয়ন ও উৎকর্ষে অধ্যক্ষদের সংগঠন নতুন ভাবে, নতুন আঙ্গিকে কাজ করবে। মাথার উপরে অবশ্যই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রয়েছে।’’

নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের একটি পক্ষ গত ১৬ মে রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্র মাইতি এবং সাধারণ সম্পাদক শ্যামলেন্দু চট্টোপাধ্যায়ের উদ্যোগে ৩৩তম রাজ্য সম্মেলনের আয়োজন করেছিল। তাতে নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। তা সম্পূর্ণ অগ্রাহ্য করে বিতর্কের আবহেই এ দিনও ৩৩তম রাজ্য সম্মেলনই আয়োজিত হয়েছে। ধারে-ভারে অধ্যক্ষদের অন্য অংশটিকে চ্যালেঞ্জ ছুড়ে রাজ্যের অন্তত ৩০০টি সরকারি কলেজের অধ্যক্ষ এ দিন উপস্থিত ছিলেন।

আশুতোষ কলেজের আয়োজনে গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তাঁর সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমারেরা মঞ্চে ছিলেন। এর সঙ্গে তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপার নেতৃত্বকেও দেখা গিয়েছে।

অধ্যক্ষ পরিষদের তরফে এ দিন ওয়েবসাইট, লোগো এবং ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়। ব্রাত্য মঞ্চে বলেন, ‘‘এ রাজ্যে বাম আমল থেকে চলে আসা শিক্ষা ক্ষেত্রের অচলায়তন ভাঙতে সংগঠনের এই আত্মপ্রকাশ। সেই সঙ্গে বাঙালির স্বকীয় অস্মিতা বজায় রাখার আদর্শও ধরে রাখা হবে।’’ ১৬ মে অধ্যক্ষ পরিষদের অন্য অংশটি রাজ্য কমিটি ঘোষণা করেছিল। এ দিন আরও একটি রাজ্য কমিটি ঘোষিত হল। তাতে সভাপতি হয়েছেন সরোজিনী নায়ডু কলেজের অধ্যক্ষা স্বাগতা দাস মোহান্তা। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি। ৭৮ জনের একটি জেনারেল বডিও এ দিন ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন