WBJEE

জয়েন্ট পরীক্ষার্থীদের একাংশের জন্য কমানো হচ্ছে রেজিস্ট্রেশনের খরচ, কারা পাবেন এই সুবিধা?

বুধবার ঠিক সকাল ৯টায় এক্স হ্যান্ডলে ওই পোস্ট করেন ব্রাত্য। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৪-এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে ২৮ ডিসেম্বর থেকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:২০
Share:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। —ফাইল চিত্র।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার রেজিস্ট্রেশনের খরচ কমাতে চলেছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘোষণা করেছেন। বৃহস্পতিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকেই চালু হয়ে যাচ্ছে ২০২৪ সালের জয়েন্ট পরীক্ষায় বসার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ঠিক তার আগের দিন সকালেই শিক্ষামন্ত্রী জানালেন, তাঁরা জয়েন্ট পরীক্ষার্থীদের একাংশের জন্য রেজিস্ট্রেশনের খরচ কমাচ্ছেন।

Advertisement

কারা পাবেন এই সুবিধা? কেনই বা এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত? শিক্ষামন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বাংলার মেয়েদের এগিয়ে দিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।’’

বুধবার ঠিক সকাল ৯টায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ওই পোস্ট করেন ব্রাত্য। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৪-এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে ২৮ ডিসেম্বর থেকে। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাসন্তানদের পড়াশোনাকে উৎসাহ দেওয়ার আদর্শকে সামনে রেখে অসংরক্ষিত, সংরক্ষিত শ্রেণির মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে। সকলের জন্য আগাম শুভেচ্ছা রইল।’’

Advertisement

এর আগে জয়েন্টের পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশনের খরচ হিসাবে ৫০০ টাকা দিতে হত সাধারণ বা অসংরক্ষিত পুরুষ এবং মহিলা পরীক্ষার্থীদের। অন্য দিকে পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের জন্য মহিলা-পুরুষ নির্বিশেষে দিতে হত ৪০০ টাকা।

নতুন নিয়মে অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ৪০০ টাকা। এ ছাড়া সংরক্ষিত মহিলা পরীক্ষার্থী অর্থাৎ তফসিলি জাতি এবং জনজাতিভুক্ত মহিলা জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ৩০০ টাকা। রূপান্তরকামী পরীক্ষার্থীদের জন্যও জয়েন্ট পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের খরচ কমে হয়েছে ৩০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন