খাগড়াগড় কাণ্ডে ধৃত নুরুলের ১৪ দিনের এনআইএ হেফাজত

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত নুরুল হকের ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল কলকাতার বিশেষ এনআইএ আদালত। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক গোপালচন্দ্র কর্মকার আগামী ৩ জুলাই পর্যন্ত নুরুলের এনআইএ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ১৮:৫৩
Share:

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত নুরুল হকের ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল কলকাতার বিশেষ এনআইএ আদালত। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক গোপালচন্দ্র কর্মকার আগামী ৩ জুলাই পর্যন্ত নুরুলের এনআইএ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

খাগড়াগড় বিস্ফোরণের পরে দীর্ঘ ৯ মাস ধরে হককে হন্যে হয়ে খুঁজছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। কিন্তু খোঁজ মেলেনি তার। তার জন্য মোটা অঙ্কের পুরস্কার মূল্যও ঘোষণা করেছিল এনআইএ। অবশেষে সাফল্য মেলে বুধবার রাতে। বিশেষ সূত্রে খবর পেয়ে, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে নুরুল হক ওরফে নঈমকে গ্রেফতার করে এনআইএ।

আদতে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা হক বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিনের (জেএমবি) সক্রিয় সদস্য। এনআইএ সূ্ত্রে খবর, তার উপর সংগঠনের জন্য টাকা তোলা এবং সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল।

Advertisement

গত অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় দু’জনের। বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নিয়ে ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement