State News

বাসভাড়া বাড়ছে প্রতি স্তরে ১ টাকা, বাড়ছে ট্যাক্সিভাড়াও

এ দিনের বৈঠকের পর পরিবহণমন্ত্রী আরও জানিয়েছেন, ট্যাক্সিভা়ড়াও বাড়ানো হবে। একই সঙ্গে বাড়বে ট্রামভাড়াও। বাড়বে জলপথ পরিবহণের ভাড়াও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ১৬:৩০
Share:

নতুন ভাড়ার তালিকা শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছে রাজ্য। —ফাইল চিত্র।

প্রায় চার বছর পর বাসভাড়া বাড়াতে চলেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে বাসমালিকদের সঙ্গে একটি বৈঠকের পর পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারী জানিয়ে দিলেন, রাজ্য জুড়ে সর্ব স্তরেই ১ টাকা করে বাসভাড়া বাড়ানো হবে।

Advertisement

এ দিনের বৈঠকের পর পরিবহণমন্ত্রী আরও জানিয়েছেন, ট্যাক্সিভা়ড়াও বাড়ানো হবে। একই সঙ্গে বাড়বে ট্রামভাড়াও। বাড়বে জলপথ পরিবহণের ভাড়াও।

তবে ঠিক কবে থেকে এই নতুন ভাড়া কার্যকরী হবে তা খোলসা করেননি পরিবহণমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন ভাড়ার তালিকা শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন
ধর্মতলাতেই ২১শে সভা, বলল তৃণমূল

গত মঙ্গলবারই বাস ও মিনিবাসমালিক সংগঠনগুলির তরফে পরিবহণমন্ত্রীকে একটি চিঠিতে জানানো হয়েছিল, বুধবারের মধ্যে বাসভাড়া নিয়ে কোনও ইতিবাতক সিদ্ধান্ত গ্রহণ না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথ বেছে নেবে তারা। বৃহস্পতিবার থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্য জুড়ে রাস্তা থেকে বাস-মিনিবাস তুলে নেওয়ার কার্যত হুমকিও দেন সংগঠনের নেতারা। পাশাপাশি, ভাড়া না বাড়ানো হলে আগামী ১৮ জুন থেকে ধর্মঘটেরও সিদ্ধান্ত নিয়েছিলেন ট্যাক্সিচালকেরাও। সংগঠন মালিকদের দাবি, জ্বালানীর দাম বাড়লেও গত ২০১৪-র পর থেকে বাস-মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি।

আরও পড়ুন
ব্যবসায়ীদের নিয়ে গবেষণা, মুনাফা বাড়লে মিলবে নম্বর

এ দিন নবান্নে ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’, ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’ এবং ‘ইনট্রা অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন’-এর মতো বাস এবং মিনিবাসমালিকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। বৈঠক শেষে বাস-মিনিবাস-সহ পরিবহণের ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করে তিনি জানিয়েছেন, বাজারে তেলের দামের ওঠা-নামার উপরেই ভাড়ার কমা-বাড়া নির্ভর করবে। পেট্রল-ডিজেলের দাম কমলে, ভাড়া কমবে। এবং তা বাড়লে, ভাড়াও বাড়বে। এক মাসের মধ্যেই রাজ্য সরকার এই পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন তিনি।

তবে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেও রাজ্য সরকার তার দায় ঠেলেছে কেন্দ্রের দিকেই। পরিবহণমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার ভাড়া বাড়াতে চায়নি। তাঁর কথায়, “রাজ্য সরকার বাসভাড়া বাড়াচ্ছে না। কেন্দ্রীয় সরকার ভাড়া বাড়াতে বাধ্য করল।”

বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস-মিনিবাস সংগঠনমালিকগুলি। ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’-এর পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “অবশেষে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের দাবি ছিল, ন্যূনতম ৯ টাকা। ২০১৪ সাল থেকে ৬ টাকা ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছিল না। দীর্ঘ দিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। বহু বার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক হয়েছে। তার পরেও রাজ্য সরকার কোনও সমাধানসূত্র বের করতে আগ্রহী হচ্ছিল না। গত কয়েক বছরে গাড়ির যন্ত্রাংশ, জ্বালানী, সিএফ-এর খরচ কয়েক গুণ বেড়েছে। প্রতি স্টেজে ১ টাকা করে ভাড়া বাড়ানোর আশ্বাস মিলেছে। দু’এক দিনের মধ্যেই এই নিয়ম চালু হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন