lockdown

বাড়ছে না বাস ভাড়া, শর্ত মানলে ১ জুলাই থেকে মেট্রো চালু কলকাতায়

রাজ্য ভাড়া বাড়িয়ে মানুষের উপর বোঝা চাপাতে চাইছে না, খুঁজছে মাঝামাঝি পথ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ১৭:২৯
Share:

ভাড়া না বাড়িয়ে আর্থিক সাহায্য বাস মিনিবাসকে, মেট্রো চালাতে উদ্যোগ রাজ্যের। ছবি:নিজস্ব চিত্র

বাড়ছে না বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া। তবে আগামী তিন মাস মালিকদের আর্থিকভাবে সাহায্য করতে চায় রাজ্য সরকার। সেই সঙ্গে কলকাতা মেট্রো পরিষেবা ফের চালু করার বিষয়েও উদ্যোগী হল প্রশাসন। সামাজিক দূরত্ব মানলে যত আসন, তত যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া যেতে পারে। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।

Advertisement

তিনি বলেন, “বাস ভাড়া বাড়াতে পারছি না। তবে ১জুলাই থেকে তিন মাস ছ’হাজার বাস-মিনিবাস মালিকদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মেট্রো চালু করা যায় কি না, সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা বৈঠক করে বিষয়টি দেখে নিচ্ছেন। সব কিছু মানলে মেট্রোও চলতে পারে ১ জুলাই থেকে।”

টানা ২০ দিন ধরে ডিজেলের দামে ছ্যাঁকা অসহ্য হয়ে উঠছে বাস-মালিকদের কাছে। কলকাতায় এ দিন ডিজেলের দাম ৭৫ টাকা ছাড়িয়েছে। এ বিষয়ে পরিবহণ কর্তা থেকে শুরু করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। করোনার জেরে বাসে সে ভাবে যাত্রীও উঠছে না বলে অভিযোগ।

Advertisement

আরও পড়ুন: বঙ্গে করোনায় ফের মৃত্যু চিকিৎসকের

এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন বাস-মিনিবাস মালিকেরা। অন্য দিকে রাজ্যও ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের উপরে বাড়তি বোঝা চাপাতে চাইছে না। ফলে মাঝামাঝি কোনও পথ বের করা যায় কি না, তা নিয়ে বেশ কয়েক দিন ধরেই দু’পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

আরও পড়ুন: ১২ অগস্ট পর্যন্ত ট্রেন বন্ধ, মাসিক টিকিটের টাকা ফেরত না মেয়াদ বৃদ্ধি?

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও ভাবেই ভাড়া বাড়ানো যাবে না। সাধারণ মানুষের কথা ভেবে কলকাতায় ৬ হাজার বাস-মিনিবাস নামাতে হবেই। তাঁদের প্রত্যেককেই মাসিক ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। তা করতে গিয়ে তিন মাসে ২৭ কোটি টাকা খরচ হবে।

কলকাতা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর ক্ষেত্রে কেন্দ্র সরকারের অনুমোদন দরকার। তবে এ বিষয়টি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্র। কোনও রাজ্য যদি পরিষেবা চালুর সম্মতি দেয়, তা-হলে চালানো যাবে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ ট্রায়াল রান থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সহ চলছে। ১ জুলাই থেকে আদৌ মেট্রো চালানো সম্ভব কি না, সে বিষয়ে মেট্রো এবং কলকাতা পুলিশ খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে। খোদ কলকাতার পুলিশ কমিশনার এ বিষয়ে মেট্রো-কর্তাদের সঙ্গে কথা বলবেন। করোনার বিধি-নিষেধ মেনে কী ভাবে মেট্রো চালানো যায়, সে বিষয়ে রূপরেখা তৈরি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন