শিলিগুড়ি থেকে বাস কাঠমান্ডুতে

সব কিছু ঠিক থাকলে দুগার্পুজোর পরেই বাঙালি পর্যটকেরা শিলিগুড়ি থেকে বাসে কাঠমান্ডু যেতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০৩:৪২
Share:

সব কিছু ঠিক থাকলে দুগার্পুজোর পরেই বাঙালি পর্যটকেরা শিলিগুড়ি থেকে বাসে কাঠমান্ডু যেতে পারবেন।

Advertisement

শুক্রবার নয়াদিল্লিতে দু’দেশের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দূরত্ব প্রায় ৬৩০ কিলোমিটার। এ জন্য সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। অগস্ট-সেপ্টেম্বর মাসে ওই রুটে পরীক্ষামূলক ভাবে বাস চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী দু’দেশই। অক্টোবরের শেষে নিয়মিত ভাবে বাস চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রক সূত্রের খবর, আরও তিনটি রুটে বাস চলাচল নিয়ে একমত হয়েছে দু’দেশ। এর দু’টিই বিহারে— কাঠমান্ডু থেকে পটনা-বুদ্ধগয়া এবং জঙ্কাপুর থেকে পটনা। বাসরুট চালু হবে দিল্লি থেকে নেপালের মহেন্দ্রনগরের মধ্যেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন