Saigal Hossain

আমেরিকায় দফতর হলে কি সেখানে যেতেন? সহগলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে ইডিকে প্রশ্ন হাই কোর্টের

গরু পাচার মামলায় অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানিয়েছিল ইডি। তা নিয়েই ইডিকে পাল্টা প্রশ্ন করেছে কলকাতা হাই কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১২:৩১
Share:

সিবিআইয়ের হাত থেকে সম্প্রতিই অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। ফাইল চিত্র।

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে কেন জেরা করতে হবে? জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, ‘‘তদন্তকারী সংস্থা আমেরিকার হতে পারে। চাইলে কি তারা সেখানেই নিয়ে যাবে?’’

Advertisement

সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা প্রসঙ্গে ইডি আদালতকে বলেছিল, ‘‘মূল মামলা দিল্লি থেকে হয়েছে। কলকাতায় তদন্তকারী সংস্থাটির শাখা দফতর। এখানে ইসিআইআর দায়ের করা হয়েছে। যেহেতু মূল মামলা দিল্লির এবং অফিসাররা দিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সহগলকে দিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া দরকার।’’

এর জবাবেই বিচারপতি বলেন, ‘‘তদন্তকারী সংস্থা আমেরিকার হতে পারে। কিন্তু আপনি তো এখানে মামলা নথিভুক্ত করেছেন, তা হলে কলকাতার পিএমএলএ কোর্টে হাজির না করিয়ে দিল্লি নিয়ে যেতে চান কেন?’’

Advertisement

প্রসঙ্গত, গরু পাচার সংক্রান্ত মামলাতেই অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছে দিল্লি হাই কোর্টেও। ইডিই ওই মামলা করেছিল। কলকাতা হাই কোর্টে সেই তথ্য দিয়ে ইডির আইনজীবী যুক্তি দেন মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে। পাল্টা বিচারপতি বলেন, ‘‘আমেরিকায় দফতর হলে সেখানেও নিয়ে যেতেন?’’ এর পরই বিচারপতি জানিয়ে দেন, দিল্লি হাই কোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন