Digha Jagannath Temple and Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর উদ্দেশে কার্তিক মহারাজের মন্তব্য: তৃণমূল নেতা সব্যসাচীর মামলা খারিজ করে দিল হাই কোর্ট

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

(বাঁ দিকে) কার্তিক মহারাজ এবং সব্যসাচী দত্ত (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সেই মামলা উচ্চ আদালত খারিজ করে দিল।

Advertisement

হাই কোর্টে সব্যসাচীর বক্তব্য ছিল, কার্তিক মহারাজ যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশে, তাতে তাঁর ‘মানহানি’ হয়েছে। যদিও বুধবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সব্যসাচীর মামলার কোনও সারবত্তা নেই। কোনও তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই মামলা করা হয়নি। এই যুক্তি দেখিয়েই তৃণমূল নেতার মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। মামলা খারিজ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সব্যবসাচীর আইনজীবীও।

প্রসঙ্গত, গত মে মাসে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘায় মন্দির তৈরি হয়েছে। তা নিয়ে রাজ্যে বিতর্কও কম হয়নি। সেই মন্দির উদ্বোধনের আগে কার্তিকের করা মন্তব্য নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সব্যসাচী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement