— প্রতীকী চিত্র।
উত্তর দিনাজপুরের দাড়িভিটকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দিয়ে তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে হস্তক্ষেপ করা হবে না। রাজ্য যে আবেদন করেছিল তা খারিজ করা হল।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। অবরোধ, লাঠিচার্জ, ইট-পাথর ছোড়া থেকে শুরু করে বোমা-গুলি চলে বলে অভিযোগ। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রাক্তন দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলে তাঁদের পরিবার এবং স্থানীয়দের একাংশ। তাঁদের আন্দোলনে প্রায় দু’মাস বন্ধ ছিল দাড়িভিট স্কুল। ওই ঘটনায় ২০২৩ সালের ১০ মে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এর পরে তদন্তভার নেয় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রাজ্য হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেই আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিল, দাড়িভিটকাণ্ডের তদন্ত করবে এনআইএ।