Calcutta High Court

বিচারককে হেনস্থায় আদালত অবমাননা! হাই কোর্টের কোপে ২১ আইনজীবী

আদালত অবমাননার মামলায় হাই কোর্টের কোপে নিম্ন আদালতের ২১ জন আইনজীবী। বসিরহাট আদালতের এই আইনজীবীদের বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দিয়েছে বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদির ডিভিশন বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:০৯
Share:

হাই কোর্টের কোপে বসিরহাট আদালতের ২১ আইনজীবী। —ফাইল ছবি।

আদালত অবমাননার মামলায় হাই কোর্টের কোপে নিম্ন আদালতের ২১ জন আইনজীবী। বসিরহাট আদালতের এই আইনজীবীদের বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ। ওই ২১ জনকে হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না।

Advertisement

২১ জন আইনজীবীর মধ্যে এক সরকারি আইনজীবীও রয়েছেন। আদালতের নির্দেশ সত্ত্বেও ওই আইনজীবী একটি পকসো মামলার শুনানিতে গরহাজির ছিলেন। সোমবার বিচারপতি বসাক জানান, আইনজীবীর এই কাজ বাঞ্ছনীয় নয়।

আইনজীবীদের একাংশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলেছিলেন বসিরহাট মহকুমা আদালতের এক বিচারক। সেই মর্মে তিনি গত ১০ জানুয়ারি বসিরহাট জেলা বিচারককে চিঠিও দেন। প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়ে সেই চিঠি গিয়েছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। বিচারক হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শিবজ্ঞানম। বসিরহাট আদালতের এই মামলাটি শুনতে বিশেষ বেঞ্চও গঠন করে দিয়েছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই অনুযায়ী, বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

Advertisement

এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ। ওই দিনই ২১ জন আইনজীবীর আদালতে হলফনামা জমা দেওয়ার কথা। বিচারপতি বসাক জানান, ওই আইনজীবীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা শুনানির মাধ্যমেই স্থির করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement