School Service Commission

এসএসসি-র বিস্তারিত তথ্য তলব আদালতের

বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, এই মামলার রায়দানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ। সেই তথ্য বিবেচনা করে নির্দেশ দেবে আদালত। কারণ, এই রায়ের উপরে কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যত নির্ভর করছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৩
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চলতি শিক্ষক অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ সংক্রান্ত মামলায় বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, এসএসসি-কে এই রিপোর্ট দিতে হবে। চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট কত জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে কত জন চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী, কত জন নতুন (ফ্রেশার) চাকরিপ্রার্থী— তাঁদের শতাংশের হিসাব এবং ফলাফলের বিশ্লেষণ-সহ সম্পূর্ণ তথ্য আদালতে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। সে দিন এই সব তথ্য-সহ বিস্তারিত রিপোর্ট কোর্টে পেশকরা হবে।

বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, এই মামলার রায়দানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ। সেই তথ্য বিবেচনা করে নির্দেশ দেবে আদালত। কারণ, এই রায়ের উপরে কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যত নির্ভর করছে। এর পাশাপাশি বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘আদালতের রায় নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন করা হয়। কেন এই রায় দেওয়া হল, কেন অন্য রকম হল না...? তাই রায়ের সম্পূর্ণ চিত্র বোঝাতে বিস্তারিত তথ্যের বিবেচনা করা প্রয়োজন। সকলে যেন বুঝতে পারে, কেন এই সিদ্ধান্তনিয়েছে আদালত!’’

প্রসঙ্গত, চলতি নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। তা নিয়ে মামলাকারী ফ্রেশার চাকরিপ্রার্থীদের অভিযোগ যে এই নম্বর দেওয়ার ফলে তাঁদের বঞ্চিত হতে হচ্ছে।

কারণ, অনেকেই লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতায় ১০০ শতাংশ নম্বর পেয়েও ইন্টারভিউয়ে সুযোগ পাচ্ছেন না। তা ছাড়া, যে নিয়োগ বাতিল করা হয়েছে তার অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া বৈধ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও চাকরিহারাদের আইনজীবীদের দাবি, অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া আইনি দিক থেকে বৈধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন