SSC Recruitment

ফের ‘দাগি’ তালিকা প্রকাশের নির্দেশ

বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামিম জানান, এ দিন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কোর্টে রিপোর্ট জমা দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে ফের পূর্ণাঙ্গ দাগি তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ১১ ফেব্রুয়ারির মধ্যে ওই তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতির মন্তব্য, ‘‘আজ ৭ জানুয়ারি। হাতে এখনও অনেক সময় আছে। আশা করি, পরবর্তী শুনানির দিন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’’ প্রসঙ্গত, এর আগেও একই নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তা অসম্পূর্ণ বলে অভিযোগ করেছেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এ দিন বিচারপতির পর্যবেক্ষণ, ওই ১৮০৬ জনের তালিকার বাইরেও দাগি প্রার্থী থাকতে পারে।

এসএসসি-কে তালিকায় কী কী তথ্য রাখতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে হাই কোর্ট। আদালতের নির্দেশ, দাগি প্রার্থীর নাম, রোল নম্বর, অভিভাবকের নাম, কোন স্কুলে কোন বিষয়ের শিক্ষকতা করতেন ইত্যাদি তথ্য দিতে হবে। তিনি কোন গোত্রের ‘দাগি’ তা-ও উল্লেখ করতে হবে। আইনজীবীদের বক্তব্য, র‌্যাঙ্ক জাম্প, উত্তরপত্র (ওএমআর) বিকৃতি, প্যানেলের বাইরের চাকরি এবং প্যানেলের মেয়াদ ফুরনোর পরে নিয়োগ ইত্যাদি সব গোত্রের তালিকা প্রকাশ করতে হবে।

বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামিম জানান, এ দিন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কোর্টে রিপোর্ট জমা দিয়েছে। তাতে দেখা গিয়েছে যে মোট সুপারিশপত্রের থেকে বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এ ছাড়াও তাঁর অভিযোগ, এসএসসি-র প্রকাশিত ‘দাগি’ তালিকার বাইরেও ‘দাগি’ প্রার্থীরা আছেন। তাঁদের অনেকে চলতি নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ে ডাকও পেয়েছেন। এ বারের নিয়োগ যাতে স্বচ্ছ হয়, এসএসসি-কে তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি। এসএসসি-র কৌঁসুলি দাবি করেন, চলতি নিয়োগ স্বচ্ছ রাখতে এসএসসি-র চেয়ারম্যান নিজে পুরো বিষয়টি দেখছেন। কোনও অযোগ্য প্রার্থী যাতে সুযোগ না-পান, তা-ও দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন