Sandeshkhali Incident

সন্দেশখালি: সিবিআইকে তদন্তে অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, গঙ্গাধর-মামলা নিয়েও কী বলল হাই কোর্ট

গত বছরের শুরুতে সন্দেশখালিতে শাহজাহান শেখ (সাসপেন্ডেড তৃণমূল নেতা)-সহ অন্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন স্থানীয়দের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২২:১৮
Share:

বহিস্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখ। ফাইল চিত্র।

সন্দেশখালির ঘটনায় সিবিআইকে তদন্তে অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ৪ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

Advertisement

গত বছরের শুরুতে সন্দেশখালিতে শাহজাহান শেখ (সাসপেন্ডেড তৃণমূল নেতা)-সহ অন্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন স্থানীয়দের একাংশ। শুরু হয় আন্দোলন। নানা রকম অভিযোগের তদন্ত শুরু হয়। প্রথমে তদন্তে নামে রাজ্য পুলিশ। পরে সিবিআই। একে একে গ্রেফতারও হন শাহজাহান-সহ অভিযুক্ত তৃণমূল নেতারা। এ সব নিয়ে শোরগোলের মধ্যেই প্রকাশ্যে এসেছিল গঙ্গাধর কয়াল নামে স্থানীয় এক বিজেপি নেতার একটি ভিডিয়ো। সেই স্টিং-ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি। সেখানে গঙ্গাধর দাবি করেছিলেন, সন্দেশখালির আন্দোলন সাজানো ছিল। পরে এই ভিডিয়োকে ভুয়ো বলে দাবি করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর। বুধবার সেই মামলাতেও সিবিআই তদন্তের আর্জি জানান গঙ্গাধরের আইনজীবী। তিনি বলেন, ‘‘সন্দেশখালির ঘটনার পর স্টিং অপারেশন করে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে হুমকি দেওয়া হয়েছিল। আমরা গোটা ঘটনা সিবিআইকে লিখিত ভাবে জানিয়েছি। এটার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’’

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছেন। তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন। সব শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, ‘‘সিবিআই তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট জমা দিক। তার পর আদালত বিবেচনা করবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement