Calcutta High Court

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ হাই কোর্টের

মামলাকারীর আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তথ্য জানার অধিকার আইন (আরটিআই) এবং সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলেও বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়নি তাঁর মক্কেলকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০৬:১৯
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত তথ্য রাজ্যের অর্থ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। দেবপ্রসাদ হালদার নামে এক কারাকর্মীর দায়ের করা মামলায় মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, মূল মামলার শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতুবি থাকলেও এই সময়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে রাজ্যকে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘কমিশনের সুপারিশে কী এমন গোপন তথ্য আছে যে ওয়েবসাইটে প্রকাশ না করে গোপনীয়তা বজায় রেখেছে রাজ্য!’’

মামলাকারীর আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তথ্য জানার অধিকার আইন (আরটিআই) এবং সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলেও বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়নি তাঁর মক্কেলকে। রাজ্যের আইনজীবী মেনে নেন যে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের তথ্য সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, ‘‘সরকারি তথ্য, সরকারি কর্মচারীদের সুবিধার্থে কেন প্রকাশ করা হবে না? রাজ্যের কি এমন কোনও নির্দেশিকা আছে?’’

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে। সুুপ্রিম কোর্ট ২৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য সময় বেঁধে দিয়েছে। সেই সময়সীমা এগিয়ে এলেও পদক্ষেপ করা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে সরকার। তবে মামলাকারী কর্মচারী সংগঠনগুলির দাবি, ছ’সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫% দেওয়ার যে নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে, তা সরকারকে মানতেই হবে। না হলে আদালত অবমাননার মুখোমুখি হতে হবে। প্রশাসনের অন্দরের একটি সূত্র জানাচ্ছে, বকেয়া মেটানোর অর্থ জোগাড়ের প্রস্তুতি শুরু হওয়ার পথে। বাজার থেকে ধার করা ছাড়া তেমন কোনও রাস্তা খোলা নেই বলে অনুমান করা হচ্ছে। যদিও সরকারি ভাবে কোনও বক্তব্য মেলেনি। মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায়, “আদালতের নির্দেশ কার্যকর হয় কি না, নজর রাখছি।’’ রাজ‍্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে ২৬ জুন। সময় পেরিয়ে গেলে আদালত অবমাননার নোটিস দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন