Calcutta High Court

ঠাকুরনগর কাণ্ডে সিট গড়তে নির্দেশ

মতুয়া মহাসঙ্ঘের মন্দির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে গোলমাল হয়েছিল। সেই গোলমালে পুলিশ একাধারে নিষ্ক্রিয় এবং অন্য দিকে অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা ও ঠাকুরনগর শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০৭:০৪
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

মতুয়া মহাসঙ্ঘের গোলমালের ঘটনায় রাজ্যকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে মাথায় রেখে ওই সিট গঠন করতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করতে হবে পুলিশকে। গোলমালে ধৃত মতুয়া ভক্তদের আপাতত জামিনে মুক্তি দিতে হবে। মন্দির চত্বর এবং গাইঘাটা হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে পুলিশকে। আগামী ১৮ জুলাই পরবর্তী শুনানি। সে দিন সিটকে রিপোর্ট দিতে হবে।

Advertisement

গত ১১ জুন মতুয়া মহাসঙ্ঘের মন্দির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে গোলমাল হয়েছিল। সেই গোলমালে পুলিশ একাধারে নিষ্ক্রিয় এবং অন্য দিকে অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা করেছিলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এ দিন নির্দেশের পরে তিনি বলেন, “আমাদের যে ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তাঁদের জামিনে ছাড়তে হবে পুলিশকে। যাঁরা ঠাকুরবাড়িকে কলুষিত করেছিলেন, তাঁদের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন বিচারপতি।” তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের পাল্টা জবাব, “আইন আইনের পথে চলবে। তদন্ত হলে সত্যি প্রকাশ্যে আসবে। ”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন