Indo-Bangladesh Border Fence

সীমান্তে বেড়া: রাজ্যের থেকে হলফনামা তলব কোর্টের

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:১৭
Share:

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের থেকে হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তে বেড়া (ফেনসিং) দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কি পদক্ষেপ করা হয়েছে, তা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের মুখ্যসচিবকে সবিস্তার জানাতে হবে। ভূমি সংস্কার দফতরকে এই মামলায় যুক্ত করতেও বলেছে বেঞ্চ। আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে ওই হলফনামা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

এ দিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী আদালতে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার অনুমোদন আগেই দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই অনুযায়ী রাজ্যকে জমি নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হলেও কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার। এই কাজে প্রয়োজনীয় জমি দ্রুত অধিগ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়ার জন্য আদালতে আবেদনও করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে এই মামলায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল কোর্ট।

এ দিন রাজ্যের আইনজীবী জানান, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ওই দফতরকে মামলায় যুক্ত করার আবেদন করেন রাজ্যের আইনজীবী। দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার নির্দেশ দিক আদালত, আর্জি মামলাকারীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন