Contai

সই অভিযোগ মামলায় ফরেন্সিক রিপোর্ট তলব

সংগঠনের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ দিন কোর্টে জানান, পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের এক কর্তা মূল আবেদনকারীকে ভয় দেখিয়ে এই সব করাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৮:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি সংক্রান্ত মামলার মূল আবেদনকারী রামেশ্বর বেরার সই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। রামেশ্বর কোর্টে অভিযোগ করেছিলেন যে তাঁর সই জাল করে তাঁর নামে মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিচারপতির এই নির্দেশ। তিনি এ-ও জানান, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে সই সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরেই এই মামলায় পরবর্তী নির্দেশ দেবেন তিনি।

এ দিন ওই সংগঠনের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ দিন কোর্টে জানান, পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের এক কর্তা মূল আবেদনকারীকে ভয় দেখিয়ে এই সব করাচ্ছেন। রাজ্যের আইনজীবীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেন। বিচারপতি ঘোষের জানান, সই জাল করে নথি দেওয়া হয়ে থাকলে আগে সেই নথি কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে (সিএফএসএলে) পাঠাবেন। তারপর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ঘটনার তদন্তের নির্দেশ দেবেন। বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘সই জাল করে
মামলা দায়ের করার ঘটনা ঘটে থাকলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।’’

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল দিঘায় রাজ্যের জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা। সে দিনই মহাসনাতনী সম্মেলন করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন রামেশ্বর বেরা-সহ পাঁচ
জন আবেদনকারী।

মঙ্গলবার মামলার শুনানিতে আদালতের দ্বারস্থ হন মূল মামলাকারী রামেশ্বর। তাঁর আইনজীবী অভিযোগ করেন, প্রশাসনের কাছে অনুমতির আবেদন করলেও আদালতে মামলা দায়ের তিনি করেননি। অথচ তাঁর নামেই নথিভুক্ত হয়েছে মামলা। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, সই নকল করে মামলা দায়ের করা হয়েছে। তাই এই মামলা বাতিল করা হোক। আবেদনকারীদের আইনজীবী দাবি করেন, মামলায় উকিল নিয়োগের অনুমতিপত্র বা ওকালতনামায় সই আছে রামেশ্বরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন