OBC Certificate Cancellation Case

হাই কোর্টের নির্দেশ অমান্য করে ওবিসি কোটায় নিয়োগের উদ্যোগ কলকাতা পুরসভায়? তলব করা হল দুই আধিকারিককে

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভায় মোট ৭৮ শূন্যপদের মধ্যে ওবিসি(এ)-র জন্য আটটি এবং ওবিসি (বি)-র জন্য পাঁচটি পদ সংরক্ষণের কথা বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:৪৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ওবিসি শংসাপত্র (সার্টিফিকেট) বাতিলের রায়ের পরেও কী ভাবে কলকাতা পুরসভা নিয়োগ প্রক্রিয়া করছে, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। কলকাতা পুরসভার কমিশনার এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

Advertisement

বিচারপতি চন্দের নির্দেশ— বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরা দিতে হবে। দুপুর ১২টার সময় ভার্চুয়াল মাধ্যমে তাঁরা হাজিরা দিতে পারবেন। প্রসঙ্গত, কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। তারই প্রেক্ষিতে এই নির্দেশ।

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওই বিজ্ঞপ্তিতে মোট ৭৮ শূন্যপদের মধ্যে ওবিসি(এ)-র জন্য আটটি এবং ওবিসি (বি)-র জন্য পাঁচটি পদ সংরক্ষণের কথা বলা হয়েছে। হাই কোর্ট তার পর্যবেক্ষণে জানতে চেয়েছে, গত বছর ২২ মে হাই কোর্টের নির্দেশে ২০১০ সালের পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও কী ভাবে সংরক্ষণের কথা জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল? অরিজিৎ দাস-সহ মামলাকারীদের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীর সওয়াল, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে পদোন্নতি হয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হন। ফলে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে সংরক্ষণ হলে পদোন্নতিতেও তাই বজায় থাকবে।

Advertisement

আবেদনকারী পক্ষের অভিযোগ, ওবিসি নিয়ে হাই কোর্টের রায় অমান্য করা হচ্ছে। তাই ওই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। ঘটনাচক্রে, মঙ্গলবারই ওবিসি শংসাপত্র বাতিল মামলায় অন্তর্বর্তী রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের নির্দেশ, ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement