Bengal Upper Primary Recruitmnet

সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়! উচ্চ প্রাথমিক মামলায় রাজ্যের আবেদন খারিজ হাই কোর্টে

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৫:৪১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি (অতিরিক্ত শূন্যপদ) পদে এখনই কোনও নিয়োগ করা যাবে না! এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার উচ্চ প্রাথমিকের মামলায় সুপার নিউমেরারি পদে নিয়োগে স্থগিতাদেশ জারি করল আদালত।

Advertisement

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাই কোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে বুধবার আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহালই রাখল।

মঙ্গলবারের শুনানিতে উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের বিষয়ে রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বসু। রাজ্যের তরফে অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানালেও মামলাকারীরা তার বিরোধিতা করেন। তার পরেই বিচারপতি বসু এ-ও জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে। তার পরেই আদালত বিষয়টি বিবেচনা করে দেখবে। সেইমতো বুধবারের শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে পুরনো নির্দেশই বহাল রাখল হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement