Calcutta High Court

মামলা লড়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন! কলকাতা হাই কোর্ট অসন্তুষ্ট রাজ্য সরকারের আইনজীবীদের প্যানেলে

রাজ্য সরকারের আইনজীবীদের প্যানেলে সম্প্রতি কিছু বদল হয়েছে। বেশ কয়েক জন নতুন আইনজীবী জায়গা পেয়েছেন প্যানেলে। সরকারের আইনজীবীদের প্যানেল নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০
Share:

সরকারি আইনজীবীদের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্য সরকারের আইনজীবীদের নতুন প্যানেল নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। প্রয়োজনে ওই প্যানেল থেকে কয়েক জন আইনজীবীর নাম বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রয়োজনে আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানান তিনি। সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবীদের প্যানেলে কিছু বদল হয়েছে। পুরনোদের বদলে প্যানেলে জায়গা পেয়েছেন নতুন কয়েক জন আইনজীবী। তাঁদের ভূমিকাতেই মূলত অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বসু।

Advertisement

বিচারপতি বসুর এজলাসে সম্প্রতি একটি মামলায় রাজ্যের আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে এক আইনজীবী উপস্থিত হন এজলাসে। তবে তিনি মামলার প্রসঙ্গে অবহিত নন। তা দেখে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি বসু। তাঁর পর্যবেক্ষণ, রাজ্যের আইনজীবীদের মামলা লড়তে সদিচ্ছার অভাব রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলায় সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না। অনেকে আবার মামলা পড়েও আসছেন না। বিচারপতি সতর্ক করে দেন, এ ভাবে চলতে থাকলে ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হবে।

বিচারপতি বসু বলেন, “রাজ্যের প্যানেলের কয়েক জন আইনজীবীকে চিনতেই পারছি না। অনেককে হাই কোর্টে প্রথম বার দেখছি। এখন আলিপুর কোর্ট থেকে আইনজীবীদের নিয়ে এসে প্যানেলে জায়গা দেওয়া হয়। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে।” তিনি আরও বলেন, “ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে টাটা করতে সুপারিশ করব।” রাজ্যের কৌঁসুলি (জিপি) যাতে পুরো বিষয়টির উপর নজর দেন, সে কথাও জানান বিচারপতি বসু। তিনি সতর্ক করে দেন, অন্যথায় রাজ্যের সরকারি আইনজীবীদের প্যানেলটি আইনমন্ত্রীর কাছেও পাঠানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement