কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের হিসাবশাস্ত্রের পরীক্ষা ছিল সোমবার। বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পরে দেখা গেল, দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিলি করা হয়েছে। তড়িঘড়ি প্রশ্নপত্র তুলে নেওয়া হয়। পরীক্ষা নিয়ামক সুজিত বড়ুয়া জানান, এই বিভ্রাটের জেরে দু’টি পত্রের পরীক্ষাই বাতিল করা হয়েছে। প্রথম বর্ষের ৪০০ পরীক্ষার্থী এ দিন পরীক্ষায় বসেছিলেন। সুজিতবাবু জানান, বাতিল পরীক্ষা কবে নেওয়া হবে, তা জানানো হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।