বিধি পাঠাচ্ছে কলকাতাও

বিধি তৈরি করতে না পারার আক্ষেপ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ছে়ড়েছিলেন উপাচার্য সুগত মারজিত। নতুন উপাচার্যের দায়িত্ব নিয়ে সে বিষয়েই পদক্ষেপ করলেন আশুতোষ ঘোষ। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আচার্যের কাছে বিধির খসড়া পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০৩:১৩
Share:

বিধি তৈরি করতে না পারার আক্ষেপ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ছে়ড়েছিলেন উপাচার্য সুগত মারজিত। নতুন উপাচার্যের দায়িত্ব নিয়ে সে বিষয়েই পদক্ষেপ করলেন আশুতোষ ঘোষ। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আচার্যের কাছে বিধির খসড়া পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

বছর কয়েক আগে পুরনো বিধি কমিটি খসড়া তৈরি করলেও বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। উপাচার্যের দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার আশুতোষবাবু নয়া বিধি কমিটি তৈরি করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন এই কমিটির প্রধান হয়েছেন। এ ছাড়া রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (অর্থ) সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায়, সিন্ডিকেট সদস্য সুবোধ সরকার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন যতীনকুমার দাস এবং গ্রন্থাগার বিভাগের ডিন পীযূষকান্তি পাণিগ্রাহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement