আন্দোলন চালাতে সংগ্রাম কমিটির ডাক

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে এ দিনই ‘সেভ ডেমোক্র্যাসি’ ও জয়েন্ট অ্যাকশন কমিটির উদ্যোগে রাজাবাজার থেকে মিছিল করে শ্যামবাজারে নেতাজি মূর্তির সামনে মোমবাতি জ্বালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের প্রেক্ষিতে এলাকায় এলাকায় সংগ্রাম কমিটি গড়ে তোলার জন্য মানুষের কাছে আবেদন জানাল এসইউসি। বিভিন্ন জায়গায় আন্দোলনরত জনতার উপরে পুলিশি বর্বরতার কড়া নিন্দা এবং অন্য দিকে ছাত্র-ছাত্রী ও বিদ্বজ্জনেদের অদম্য মনোবলকে অভিনন্দন জানিয়ে এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ শুক্রবার বলেছেন, ‘‘জনসাধারণের প্রতি আমাদের আবেদন, দীর্ঘস্থায়ী, সুশৃঙ্খল এবং সুসংগঠিত আন্দোলন পরিচালনার জন্য এলাকায় এলাকায় সংগ্রাম কমিটি গড়ে তুলুন এবং স্বেচ্ছাসেবকদের নামের তালিকা তৈরি করুন।’’ বেকারি, ছাঁটাই, মূল্যবৃদ্ধির মতো সমস্যা নিয়েও আন্দোলনে মানুষকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে এ দিনই ‘সেভ ডেমোক্র্যাসি’ ও জয়েন্ট অ্যাকশন কমিটির উদ্যোগে রাজাবাজার থেকে মিছিল করে শ্যামবাজারে নেতাজি মূর্তির সামনে মোমবাতি জ্বালানো হয়। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সংবিধান-বিরোধী আইন প্রণয়ন করছে আর অন্য দিকে মুখ্যমন্ত্রী অসাংবিধানিক গণভোটের দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন