‘অঙ্গীকার যাত্রা’র শেষে সমাবেশ। কলেজ স্কোয়ারে। — নিজস্ব চিত্র।
সাম্প্রতিক সময়ে রাজ্য ও দেশে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা পর পর সামনে এসেছে। এই আবহে নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ৯ ডিসেম্বর থেকে ‘অঙ্গীকার যাত্রা’ করেছে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ সংগঠন। যাত্রা শেষে, মঙ্গলবার কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে সমাপনী অনুষ্ঠান ও সমাবেশ থেকে নারী নিরাপত্তায় বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ার ডাক দিয়েছে সংগঠন। এই সূত্রেই আর জি কর-কাণ্ডে নিহত ডাক্তারি ছাত্রীর মায়ের সঙ্গে সমাবেশে উপস্থিত মহিলারা নারী-নির্যাতন রোখার বার্তা দিয়ে বলেছেন, ‘নারী নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনৈতিক নেতা, মন্ত্রীদের মুখাপেক্ষী থাকার দরকার নেই।’ সমাবেশে বক্তৃতা করেছেন মৈত্রেয়ী বর্ধন রায়, ভাস্বতী মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, শাশ্বতী ঘোষ, শান্তি মল্লিক, অনিকেত মাহাতো, বিপ্লব চন্দ্র-সহ অন্যেরা। ছিল প্রতিবাদী নানা সাংস্কৃতিক কর্মসূচিও। প্রসঙ্গত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন ৯ তারিখ এবং দিল্লির নির্ভয়া-কাণ্ডের দিন ১৬ তারিখটিকে বেছে নেওয়া হয়েছে। শিলিগুড়িতে এই কর্মসূচি শুরু হয়েছিল। তার পরে রাজ্যের বিভিন্ন প্রাপ্ত থেকে চারটি অঙ্গীকার যাত্রা এ দিন কলেজ স্কোয়ারে এসে মিলিত হয়েছে। সংগঠনের দাবি, যোগ দিয়েছিলেন প্রায় ২০ হাজার মহিলা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে