নিজের বিধানসভা এলাকাকে ‘নির্মল’ করতে রবিবার ভোরে অভিযানে নামলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এ দিন প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের বিভিন্ন বাঁশবাগান, পাটখেতে আচমকা হানা দেন। অভিযান চলাকালীন নজরদারি চালাতে এলাকার মহিলাদের বিশেষ বাহিনী তৈরিরও পরামর্শ দেন মন্ত্রী। ১৫ অগস্টের আগেই এলাকার নসরতপুর, জাহান্নগর, সমুদ্রগড় প্রভৃতি পঞ্চায়েতকে ‘নির্মল’ করার লক্ষ্য নেওয়া হয়েছে।