উল্টে গেল টাকার গাড়ি

জাতীয় সড়কের ধারে উল্টে গেল নতুন নোট ভর্তি গাড়ি। ঘিরে রাখলেন জওয়ানেরা। শালবনির টাঁকশাল থেকে ছাপা নতুন টাকা পটনায় রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গোবিন্দধামের কাছে উল্টে যায় গাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া ও মেদিনীপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৪
Share:

জাতীয় সড়কের ধারে উল্টে গেল নতুন নোট ভর্তি গাড়ি। ঘিরে রাখলেন জওয়ানেরা। শালবনির টাঁকশাল থেকে ছাপা নতুন টাকা পটনায় রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গোবিন্দধামের কাছে উল্টে যায় গাড়িটি। রবিবার বিকেল পৌনে চারটে নাগাদ বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনার পরেই গাড়িটির সঙ্গে থাকা আধাসেনার জওয়ানেরা চারপাশ ঘিরে ফেলেন। জঙ্গল খুব দূরে নয়। এ দিকে শীতের দিনে বেলাও গড়িয়ে আসছিল। তাই পুলিশও বাড়তি সতর্কতা নেয়। নিয়ে আসা হয় ক্রেন। খবর যায় শালবনিতেও। শালবনি টাঁকশাল সূত্রের খবর, ওই গাড়িটিতে ২০০০, ১০০ ও ৫০ টাকা মিলিয়ে ৫০ লক্ষ নোট ছিল। এমনিতে নিরাপত্তার কারণে দূরের এলাকায় টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সড়কপথ ব্যবহার করা হয় না বললেই চলে। কিন্তু, নোট বাতিলের জেরে গোটা দেশেই নগদের চাহিদা তুঙ্গে ওঠায় ওই নোট গাড়িতেই পাঠানো হচ্ছিল।

Advertisement

দুর্ঘটনার পরেই এলাকায় রটে গিয়েছিল, কালো টাকা পাচার করা হচ্ছিল। জওয়ানেরা গাড়ির পিছু নেওয়ায় বেসামাল হয়ে উল্টে গিয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ভিড় করেন ঘটনাস্থলে। জওয়ানেরা তাঁদের দূরে সরিয়ে দেন। ঘণ্টাখানেকের মধ্যে শালবনি থেকে অন্য একটি গাড়ি নিয়ে এসে টাকা ভর্তি ভল্ট তুলে নেওয়া হয়। সেই গাড়ি নিয়ে জওয়ানেরা গন্তব্যে রওনা দেন। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, ‘‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধারে নামে। টাকা বোঝাই অন্য গাড়িটিকে নির্বিঘ্নে এলাকা পার করিয়ে দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন