CBI

Post Poll Violence: ‘ভোট পরবর্তী সন্ত্রাস’-এর নথি চেয়ে ডিজিকে মেল সিবিআইয়ের, সোমবার হতে পারে বৈঠক

বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্ট রায়ে বলেছিল, রাজ্যের ‘ভোট পরবর্তী সন্ত্রাসে’ খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার মতো অভিযোগের তদন্ত করবে সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গের ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের নথি চাইল সিবিআই। শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে ই-মেল পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই ই-মেলে ডিজিকে সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত সমস্ত মামলা এবং সেই অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপের বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নথি হাতে এলেই প্রতিটি অভিযোগের ভিত্তিতে আলাদা করে মামলা দায়ের করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। তবে তারও আগে সোমবার দেশের অন্য রাজ্য থেকে কলকাতায় আসতে পারেন সিবিআই কর্তারা। নিজাম প্যালেসে তাঁদের বৈঠকের পরই সন্ত্রাসের অভিযোগ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সিবিআই সূত্রে খবর।

Advertisement

বৃহস্পতিবারই কলকতা হাই কোর্ট তাদের রায়ে বলেছিল, রাজ্যের ‘ভোট পরবর্তী সন্ত্রাসে’ খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার মতো অভিযোগের তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগ যেমন ঘর বাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনার তদন্ত করবে রাজ্যে তিন আইপিএস অফিসারের বিশেষ তদন্তকারী দল। দু’টি তদন্তই হবে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতির নজরদারিতে। সেই রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই সন্ত্রাসের অভিযোগের রিপোর্ট তলব করল সিবিআই। রাজ্য পুলিশের ডিজিকে মেল পাঠিয়ে খুন এবং ধর্ষণ সংক্রান্ত এফআইআরের কপিও চেয়েছে সিবিআই।

বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের পরই নিজাম প্যালেসে বৈঠকে বসে সিবিআই। বেশ কয়েক দফায় বৈঠকের পর ঠিক হয় ডিজিকে মেল পাঠানো হবে। রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত যত রকম অভিযোগ দায়ের হয়েছে, সেই সংক্রান্ত তথ্য চাওয়া হবে বলেও ঠিক হয় বৈঠকে। মোট ২৯টি খুনের মামলা এবং ১২টি ধর্ষণের মামলা রয়েছে বলে জানিয়েছিল সিবিআই। সেই সব মামলা কোন কোন থানায় দায়ের হয়েছে। অভিযোগ জমা পড়ার পর কী কী পদক্ষেপ করা হয়েছে, সে সংক্রান্ত সব তথ্য চেয়েছে সিবিআই। কেস রেকর্ডের কপিও চাওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, দিল্লি, দেহরাদুন-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে অফিসারদের ডেকে পাঠানো হয়েছে কলকাতায়। সোমবার তাঁরা বৈঠক করতে পারেন। নথি আসার পর তা খতিয়ে দেখবেন। আপাতত সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখার জন্য ৪টি বিশেষ দল গঠন করছে সিবিআই। প্রত্যেক দলে একজন করে জয়েন্ট ডিরেক্টর, দু’জন ডিআইজি পদমর্যাদার অফিসার, তিন জন এসপি পদাধিকারী থাকবেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন