Coal Smuggling

কয়লা লুটের বহরে উদ্বেগ কোর্টে, লালার আর্জি খারিজ

কয়লা পাচারে সিবিআইয়ের মামলার বিচার প্রক্রিয়া ইতিমধ্যে আসানসোল বিশেষ আদালতে শুরু হয়ে গিয়েছে।

শুভাশিস ঘটক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৮:৪৮
Share:

২০১৭ থেকে ২০২০ সালের মধ‍্যে এ রাজ‍্যে ২৫ লক্ষ মেট্রিক টনের বেশি কয়লা চুরি করে পাচার করা হয়েছে বলে আদালতে নথি দিয়ে দাবি করল ইডি। কয়লা পাচারের মামলায় এখনও পর্যন্ত প্রায় ১০১৪ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি তদন্তকারী সংস্থার। সম্প্রতি ইডির কয়লা পাচারের মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আগাম জামিনের মামলার শুনানিতে ইডি ওই নথি পেশ করেছে। গত ২২ মে লালার আবেদন খারিজও করেন দিল্লির সিবিআই বিশেষ আদালতের বিচারক।

কয়লা পাচারে সিবিআইয়ের মামলার বিচার প্রক্রিয়া ইতিমধ্যে আসানসোল বিশেষ আদালতে শুরু হয়ে গিয়েছে। ওই মামলায় জামিনে মুক্ত রয়েছে লালা। বিচার প্রক্রিয়ায় সে নিয়মিত উপস্থিতও থাকছে। এর মধ‍্যে কয়লা চুরি নিয়ে ইডির মামলাতেও সে আগাম জামিনের আবেদন করেছিল। ওই আবেদনের শুনানিতে দিল্লির সিবিআই বিশেষ আদালতে নথি পেশ করে ইডির দাবি, একটি বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে কয়লার মতো জাতীয় সম্পত্তি বেআইনি ভাবে মাটি খুঁড়ে তুলে যথেচ্ছ ভাবে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। রাজনৈতিক এবং প্রভাবশালী যোগেই ওই বৃহৎ সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। ওই ভাবেই পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকার জাতীয় সম্পত্তি তছনছ করা হয়েছে।

ইডির পেশ করা নথির প্রেক্ষিতে বিচারকের পর্যবেক্ষণ, বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ চুরি করা হয়েছে। ওই কয়লা চুরির ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। তদন্তকারী সংস্থা তদন্ত করে অত‍্যন্ত উদ্বেগজনক বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে। এমন অবস্থায় মূল অভিযুক্ত আগাম জামিনের আবেদন করে নিজেকে আইনি রক্ষাকবচের মাধ্যমে আড়াল করার চেষ্টা করছে। আদালতের মতে, সহস্রাধিক কোটি টাকার প্রাকৃতিক সম্পদ বেআইনি ভাবে উত্তোলন করে বিক্রিতে লাভবান হয়েছে অভিযুক্ত লালা ও তার ঘনিষ্ঠরা। পাশাপাশি, তার ঘনিষ্ঠ প্রভাবশালীরাও আর্থিক ভাবে ফুলেফেঁপে উঠেছে বলে আদালতের অভিমত। ওই সব প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও চুরিতে অভিযুক্ত অর্থাৎ লালার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়ে আদালত মনে করছে, কোনও ভাবেই লালার আগাম জামিন মঞ্জুর করা সম্ভব নয়।

ইডি সূত্রের দাবি, এখনও পর্যন্ত লালার প্রায় ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং নথি পেশ করে তা আদালতকে জানানো হয়। তা ছাড়া তিন বছরে কয়লা চুরি ও বিক্রির সবিস্তার তথ‍্য ও একাধিক সাক্ষী রয়েছে বলেও ইডি সূত্রের দাবি। সব তথ‍্য নথি আকারে আদালতে পেশ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন