National News

শীর্ষ আদালতে পিছিয়ে গেল সারদা মামলার শুনানি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জীব খন্না এবং এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত এই বেঞ্চ এর আগের দিনের শুনানির সময়ই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলংয়ে গিয়ে সিবিআই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৫
Share:

শীর্ষ আদালতে পিছিয়ে গেল সারদা মামলার শুনানি।

সারদা-কাণ্ডের তদন্তে রাজ্য সহযোগিতা করছে না, এই অভিযোগ জানিয়ে সিবিআইয়ের করা আবেদনের শুনানি মুলতুবি করল শীর্ষ আদালত। বুধবার ওই মামলার শুনানি নির্দিষ্ট থাকলেও তিন বিচারপতির বেঞ্চের এক জন নিজেকে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। ফলে পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। সিবিআইয়ের করা আদালত অবমানমার মামলারও শুনানি ছিল এ দিন।

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জীব খন্না এবং এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত এই বেঞ্চ এর আগের দিনের শুনানির সময়ই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলংয়ে গিয়ে সিবিআই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছিলেন, ওই আইপিএস অফিসারকে গ্রেফতারও করা যাবে না। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের সঙ্গে সিবিআইয়ের প্রশ্নোত্তর পর্বের উপর ভিত্তি করে এ দিন সিবিআই নতুন হলফনামা পেশ করবে বলে ঠিক ছিল।

কিন্তু এ দিন শুনানির শুরুতেই এল নাগেশ্বর রাও জানিয়ে দেন তিনি এই মামলায় থাকতে পারবেন না। কারণ কোনও এক সময়ে তিনি রাজ্য সরকারের কৌসুঁলি ছিলেন। তখনই প্রধান বিচারপতি এ দিনের শুনানি মুলতুবি করে দিয়ে পরবর্তী দিন ২৭ ফেব্রুয়ারি ঘোষণা করেন।

Advertisement

আরও পডু়ন: দোষী সাব্যস্ত অনিল অম্বানী, ৪৫০ কোটি না মেটালে জেল, বলল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: ভাগ্যিস বোতলটা ফেলে এসেছিলেন! অন্য বাসে উঠে বেঁচে গেলেন আর এক বাবলু

এর আগে ১৮ ফেব্রুয়ারি, রাজীব কুমার-সহ ডিজি বীরেন্দ্র এবং মুখ্য সচিব মলয় দে আদালত অবমাননার মামলায় হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চানশীর্ষ আদালতে।

( বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement