West Bengal RUSA Projects

‘কেন্দ্র টাকা দিলেও কাজ এগোয়নি’! রুসা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য ব্রাত্যকে চিঠি সুকান্তের

সুকান্তের দাবি, উচ্চশিক্ষা খাতে কেন্দ্র টাকা দিলেও গত ১০ বছরে রাজ্যে রুসা প্রকল্পের কাজ বিশেষ এগোয়নি। এ বার সেই কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮
Share:

(বাঁ দিকে) ব্রাত্য বসু। সুকান্ত মজুমদার (ডান দিকে) — ফাইল চিত্র।

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা ‘রুসা’ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Advertisement

সুকান্তের দাবি, উচ্চশিক্ষা খাতে কেন্দ্র টাকা দিলেও গত ১০ বছরে রাজ্যে রুসা প্রকল্পের কাজ বিশেষ এগোয়নি। এ বার সেই কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে পরিসংখ্যান উদ্ধৃত করে সুকান্ত লিখেছেন, ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত অনুমোদিত ২০৫টি প্রকল্পের মধ্যে মাত্র কয়েকটি সম্পূর্ণ হয়েছে। রুসা-র অধীনে বিভিন্ন খাতে ব্যয়ের জন্য কেন্দ্রের তরফে রাজ্যের জন্য ৫৪৪ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই কেন্দ্র ৩৮৩ কোটি ৬৯ লক্ষ টাকা দিয়েছে। কিন্তু অভিযোগ, এত দিনেও কাজের বিশেষ অগ্রগতি হয়নি।

সুকান্ত জানিয়েছেন, যাদবপুর-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রকল্পের জন্য মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেগুলির কাজ বেশ ধীর গতিতে এগোচ্ছে। এ ছাড়া, রুসা-র প্রথম ধাপে রানি বিড়লা গার্লস কলেজ, বারাসত কলেজ, সাবিত্রী গার্লস কলেজ, মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ-সহ বেশ কিছু কলেজকে ২ কোটি টাকা করে দেওয়া হলেও ওই কলেজগুলিতে উচ্চশিক্ষা প্রকল্পের কাজ বিশেষ এগোয়নি। এর পরেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করে বাকি প্রকল্পগুলি সম্পূর্ণ করার অনুরোধ জানিয়েছেন সুকান্ত।

Advertisement

যদিও রুসা-র বিষয়ে কোনও মন্তব্য করেননি ব্রাত্য। সুকান্তের চিঠির প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্রাত্য বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি। চিঠি হাতে পেলে তবে এ বিষয়ে কিছু বলতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement