Central Team

পরিদর্শন শুরু কেন্দ্রীয় দলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের অভিযোগ খতিয়ে দেখতে আসার কথা কেন্দ্রীয় দলের। সূত্রের খবর, ৮ ডিসেম্বর, শুক্রবার পৌঁছতে পারে চার সদস্যের দলটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৩
Share:

জেলায় জেলায় পরিদর্শনে বেরিয়ে পড়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। —ফাইল চিত্র।

একশো দিনের কাজ, আবাস প্লাসের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় পরিদর্শনে বেরিয়ে পড়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার একটি দল যায় হুগলির বলাগড় ব্লকের ডুমুরদহ নিত্যানন্দপুর-১ পঞ্চায়েতে। সাত জনের প্রতিনিধি দলটি পঞ্চায়েত অফিস ঘুরে পৌঁছয় গ্রামে। কিছু বাড়িতে গিয়ে কথা বলেন সদস্যেরা। অনেকে নিজেদের ভাঙাচোরা ঘর দেখিয়ে অনুরোধ করেন, সরকারি ঘর দ্রুত পেলে উপকার হবে। বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস বলেন, ‘‘আবাস যোজনা সংক্রান্ত যে সমস্ত নথি ওঁরা দেখতে চেয়েছেন, জেলাশাসকের নির্দেশ মতো সবই দেখানো হয়েছে।’’ পর্যবেক্ষক দলের এক আধিকারিক, এইচ এস হুডা বলেন, ‘‘উপভোক্তাদের ঘরের কী পরিস্থিতি, সরেজমিনে দেখতে এসেছি। রিপোর্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে পাঠানো হবে।’’ কেন্দ্রীয় দলটি পরে সোমরা-২ পঞ্চায়েতের শুখড়িয়া এলাকায় গিয়েও কিছু বাড়ি ঘুরে দেখে। আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে বুধবার কেন্দ্রীয় দল গিয়েছিল ঝাড়গ্রামেও। আগুইবনি পঞ্চায়েতের ছোট একতাল গ্রামে বেশ কিছু বাড়ি ঘুরে দেখেন প্রতিনিধিরা। স্থানীয় কিছু মানুষ জানতে চান, একশো দিনের কাজ করেও কেন টাকা পাচ্ছেন না। আশ্বাস মেলে, ‘‘মিলেগা মিলেগা। হামলোগ ইঁহাসে যানেকে বাদ মিলেগা (আমরা এখান থেকে যাওয়ার পরে পাওয়া যাবে)।’’ অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের অভিযোগ খতিয়ে দেখতে আসার কথা কেন্দ্রীয় দলের। সূত্রের খবর, ৮ ডিসেম্বর, শুক্রবার পৌঁছতে পারে চার সদস্যের দলটি। থাকার কথা সোমবার পর্যন্ত। ওই দিনই মুখ্যমন্ত্রীর বানারহাটে প্রশাসনিক সভা করার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন