পলি তুলুক কেন্দ্র, ফের দাবি রাজ্যের

বন্যা পরিস্থিতি সমাল দিতে ডিভিসি-র জলাধারগুলি থেকে ফের পলি তোলার দাবি জানাল রাজ্য সরকার। শনিবার রাজারহাটে ডিভিসি-র একটি অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজকুমার সিংহের সঙ্গে এ নিয়ে কথাও বলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৪:৩৩
Share:

প্রতীকী চিত্র।

বন্যা পরিস্থিতি সমাল দিতে ডিভিসি-র জলাধারগুলি থেকে ফের পলি তোলার দাবি জানাল রাজ্য সরকার। শনিবার রাজারহাটে ডিভিসি-র একটি অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজকুমার সিংহের সঙ্গে এ নিয়ে কথাও বলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Advertisement

এ দিন রাজারহাটে ৩ একর জমিতে ডিভিসি-র একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। ওই অনুষ্ঠানেই শোভনদেববাবু রাজ্যের পক্ষ থেকে জলাধারগুলির সংস্কারের দাবি জানান। তিনি বলেন, বর্ষায় টানা তিন দিন বৃষ্টি হলেই ডিভিসি-র জলাধারগুলি ভরে যাচ্ছে। পলি জমে জলাধারগুলির গভীরতা কমে যাওয়ায় অতিরিক্ত জল সেগুলি ধরে রাখতে পারছে না। ফলে প্রতি বছর বর্ষায় দামোদর উপত্যকা জুড়ে বন্যার কবলে পড়ছে রাজ্যের মানুষ। বস্তুত, রাজ্যের বন্যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ডিভিসি-র দিকেই অভিযোগের আঙুল তুলে আসছেন।

কেন্দ্র যে পলি তোলার কথা এখনই ভাবছে না অন্য একটি অনুষ্ঠানে তার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, পলি তোলার বিষয়টি যথেষ্ট খরচ সাপেক্ষ। পাশাপাশি জলাধারগুলি থেকে পলি মাটি তুলে রাখাও একটা সমস্যা। কেন্দ্রীয় মন্ত্রী এ দিন ডিভিসি-র কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটি যাতে জাতীয় বিদ্যুৎ ক্ষেত্রে ‘মহারত্ন’ হয়ে উঠতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন