Congress

জেলা পর্যবেক্ষক রদবদল কংগ্রেসে

হাড়ের সমস্যায় বর্তমানে কাবু মনোজবাবু এত গুরুদায়িত্ব কী ভাবে সামলাবেন, সেই প্রশ্নও উঠছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৪:৪৪
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছবি পিটিআই।

প্রদেশ স্তরে রদবদলের পরে এ বার নতুন করে জেলা পর্যবেক্ষকদের দায়িত্ব বণ্টন হল কংগ্রেসে। সেই তালিকাতেও দলের বর্ষীয়ান ও নবীন নেতাদের মধ্যে ভারসাম্য রাখারই চেষ্টা হল। বিধানসভায় বিরোধী দলের সচেতক ও বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকদের মধ্যে সংগঠন ও প্রশাসনের দায়িত্ব পেলেন। সেই সঙ্গেই তাঁকে নদিয়া জেলা পর্যবেক্ষকের ভারও দেওয়া হল। তবে হাড়ের সমস্যায় বর্তমানে কাবু মনোজবাবু এত গুরুদায়িত্ব কী ভাবে সামলাবেন, সেই প্রশ্নও উঠছে।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার জেলা পর্যবেক্ষকদের যে তালিকায় সই করেছেন, তাতে পুরনো নেতা-নেত্রীদের মধ্যে দেবপ্রসাদ রায়কে কোচবিহার, মায়া ঘোষকে পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণা দেবনাথকে হুগলি, শুভঙ্কর সরকারকে পূর্ব মেদিনীপুর, সর্দার আমজাদ আলিকে উত্তর ২৪ পরগনা (শহরাঞ্চল), নেপাল মাহাতোকে ঝাড়গ্রাম ও মইনুল হককে মালদহের দায়িত্ব দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে রোহন মিত্র বাঁকুড়া, আশুতোষ চট্টোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা-২, আব্দুস সাত্তার উত্তর ২৪ পরগনা (গ্রামীণ), ঋজু ঘোষাল হাওড়া, মোনালিসা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন। আবার অধীরবাবুর নিজের জেলা ও কংগ্রেস সংগঠনে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদের পর্যবেক্ষক হয়েছেন কলকাতার যুব নেত্রী সাইনা জাভেদ। আর মধ্য কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে মুর্শিদাবাদের কান্দির বিধায়ক সইফুল (বনু) আলম খানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন