মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
১২ লক্ষের পরে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নতুন ১৬ লক্ষের বরাদ্দ শেষ হবে আগামী বছর মে মাসে। তার পরেও আরও বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, “২৮ লক্ষ বাড়ি করে দিচ্ছি। আগে প্রায় ৪৭ লক্ষের মতো করা হয়েছে। যে টুকু বাকি থাকবে, আগামী দিনে সবটাই করে দেব।।”
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভোট পর্যন্ত এই প্রতিশ্রুতি জিইয়ে রাখতে চাইছে রাজ্য। আগামী বছর নতুন সরকার গঠিত হবে মে মাসে।
কেন্দ্র যে আবাস যোজনার টাকা বন্ধ করেছে, সেই অভিযোগ একাধিক বার করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে আবাসের মূল তালিকায় থাকা ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। সরকারের দাবি, সেই কাজ হয়েছে। পরবর্তী ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা ডিসেম্বর থেকে দিতে চায় রাজ্য। পর্যবেক্ষকদের মতে, তার মাস দু’য়েকের মধ্যে ভোট ঘোষণার সম্ভাবনা। ফলে প্রচারে আবাসের বরাদ্দ গুরুত্বপূর্ণ হবে। এ দিন মমতা বলেন, “কেন্দ্র না দিলেও, আমরা বাংলার বাড়ির টাকা (আবাস যোজনা) ১২ লক্ষ উপভোক্তাকে দিয়েছি। ১৬ লক্ষও পেয়ে যাবেন। একটা দফা ডিসেম্বরে দেওয়া হচ্ছে। আর একটা দফা দেওয়া হবে মে মাসে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে