Mamata Banerjee

Mamata Banerjee: দু’হাজার মহিলা পুলিশ, জঙ্গলমহলের জন্য বিশেষ হোমগার্ড নিয়োগ করবে রাজ্য: মমতা

রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ছাড়াও গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৯:৫৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য পুলিশে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত দু’হাজার মহিলা কনস্টেবল নিয়োগে সোমবার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নের সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ছাড়াও গোয়েন্দা বিভাগ এবং জঙ্গলমহলে বিশেষ হোমগার্ড পদে নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি।

রাজ্য সরকার ২,০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাতে ছাড়পত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শীঘ্রই রাজ্য পুলিশে ২,০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ১,৪২০ জনকে নিয়োগ করা হবে পুলিশের উইনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের মতো এঁরাও স্কুটার নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

মহিলাদের নিরাপত্তার বিষয়টি নজরে রেখেই উইনার্স স্কোয়াড গঠন করেছে কলকাতা পুলিশ। রাতের শহরে মেয়েরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করতেই বিশেষ ভাবে প্রশিক্ষিত উইনার্স স্কোয়াডকে রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেয় লালবাজার। সেই পথে হেঁটে উইনার্স স্কোয়াড গঠন করা হয় ব্যারাকপুর-সহ বিভিন্ন পুলিশ কমিশনারেট এলাকাতেও। এই টহলদারি যাতে রাজ্য জুড়েই চালানো যায়, তা মাথায় রেখে রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল হিসাবে নিযুক্তদের একাংশকেই স্কোয়াডের কাজে লাগানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা নির্বিশেষে।’’

আত্মসমর্পণকারী মাওবাদীদের বিশেষ হোমগার্ড পদে অনেক দিন ধরেই নিয়োগ করে আসছে রাজ্য সরকার। সম্প্রতি জঙ্গলমহলে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই আবহে ওই পদে ফের নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘জঙ্গলমহলে বিশেষ হোমগার্ড পদে ১০৫ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে ৪৮ জনই প্রাক্তন মাওবাদী।’’

Advertisement

যদিও জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি বৃদ্ধির দাবি বার বার খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে। পুলিশের দাবি, মাওবাদী নামাঙ্কিত পোস্টার ফেলে কেউ কেউ এলাকায় আতঙ্ক ছড়াতে চাইছে। ভুয়ো মাওবাদী পোস্টার সাঁটানোর অভিযোগে সম্প্রতি বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছে রাজ্য পুলিশ। তা নিয়ে জল্পনার মাঝে বিশেষ হোমগার্ড পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন