China

চিনের পথ

পুস্তিকা তৈরি করে এ দেশের বাম দলগুলিকে পাঠাতে শুরু করেছে চিনের কমিউনিস্ট পার্টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০৫:০৫
Share:

ছবি এএফপি।

করোনা সঙ্কটে চিনের পথেই ভরসা রাখছেন এ দেশের বামপন্থীরা। করোনার প্রাদুর্ভাব প্রথম দেখা দিয়েছিল চিনের উহান প্রদেশে। বিশ্বজোড়া সঙ্কট দেখা দেওয়ার জন্য চিনকেই কাঠগড়ায় তুলছেন অনেকে। কিন্তু সেই সঙ্কট মোকাবিলায় চিনের পথই ঠিক পথ বলে মনে করছেন বামপন্থীরা। কী ভাবে চিন সঙ্কটের মোকাবিলা করেছে, চিকিৎসা এবং হাসপাতালে তাদের অভিজ্ঞতা কী রকম, তার উপরে পুস্তিকা তৈরি করে এ দেশের বাম দলগুলিকে পাঠাতে শুরু করেছে চিনের কমিউনিস্ট পার্টি। ওই পুস্তিকা হাতে পেয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছেন ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক জি দেবরাজন। তাঁর কথায়, ‘‘করোনার বিপদ মোকাবিলা করতে কেরল, বাংলার মতো রাজ্যের কাজে লাগবে চিনের অভিজ্ঞতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন