TMC

Sitalkuchi: শীতলখুচিতে গুলি চালনার ঘটনায় হাই কোর্টে রিপোর্ট জমা দিল সিআইডি

সূত্রের খবর, রিপোর্টে সিআরপিএফ-এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৭:১৫
Share:

ফাইল ছবি

শীতলখুচিতে ভোটের সময় গুলি চালনার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল সিআইডি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হয়। আগামী ১২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

Advertisement

বিধানসভা নির্বাচনের সময় ১০ এপ্রিল ঘটনাটি ঘটে। ১২ এপ্রিল মামলা দায়ের হয়। মামলা করেন আইনজীবী আমিনুদ্দিন খান। সূত্রের খবর, রিপোর্টে সিআরপিএফ-এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি। অভিযোগ নিয়ে জড়িত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য বার বার ডাকা হলেও তাঁরা আসেননি বলে আদালতকে জানিয়েছে সিআইডি।

১০ এপ্রিল শীতলখুচিতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন কয়েকজন। তৃণমূল দাবি করে নিহতেরা সকলেই তাঁদের দলের সমর্থক। শীতলখুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবে পরিস্থিতি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই বিষয়টি নিয়েই মামলা উঠেছিল আদালতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন