—প্রতীকী চিত্র।
চলতি সপ্তাহেই রাজ্যের দুই প্রান্তে রাজ্য সম্মেলন হতে চলেছে বামপন্থী দুই শ্রমিক ও কৃষক সংগঠনের। দক্ষিণবঙ্গের হলদিয়ায় আগামী ১৩ থেকে ১৫ জুন হবে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর ১৩ তম রাজ্য সম্মেলন। দেশের রেল, ব্যাঙ্ক, বিমা, খনি, বন্দর-সহ রাষ্ট্রায়ত্ত শিল্পের বিক্রি বন্ধের ডাক দিয়ে এ বারের সম্মেলনে যাচ্ছে ওই শ্রমিক সংগঠন। সূত্রের খবর, আসন্ন সম্মেলন থেকে সিটুর রাজ্য নেতৃত্বের দুই শীর্ষ পদের মধ্যে একটিতে পরিবর্তন হতে পারে। রাজ্য সভাপতি বদলের সম্ভাবনাই বেশি। প্রায় একই সময়ে কৃষি মন্ত্রকের স্বতন্ত্র বাজেট, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করার আইন-সহ একগুচ্ছ দাবি সামনে রেখে উত্তরবঙ্গের কোচবিহারে হতে চলেছে অগ্রগামী কিষাণ সভার একাদশতম রাজ্য সম্মেলন। প্রয়াত কমল গুহের কোচবিহার থেকেই নতুন উদ্যমে কৃষক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের এই কৃষক সংগঠনের রাজ্য সম্পাদক গোবিন্দ রায়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে