এনআইএ-কব্জায় আসাদুল্লা

জাল নোট চক্রের সন্দেহভাজন চাঁই, মালদহের আসাদুল্লাকে মঙ্গলবার হেফাজতে পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁকে ২০ এপ্রিল পর্যন্ত এনআইএ-র হেফাজতে রাখার জন্য এ দিন নির্দেশ দেন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:২২
Share:

অভিযুক্ত: জাল নোটের চক্রী আসাদুল্লা বিশ্বাস।

জাল নোট চক্রের সন্দেহভাজন চাঁই, মালদহের আসাদুল্লাকে মঙ্গলবার হেফাজতে পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁকে ২০ এপ্রিল পর্যন্ত এনআইএ-র হেফাজতে রাখার জন্য এ দিন নির্দেশ দেন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষ। গত ২২ সেপ্টেম্বর আসাদুল্লার বিরুদ্ধে জাল নোটের মামলা রুজু করে সিআইডি। চার্জশিট পেশ করা হয় ২২ মার্চ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করার জন্য ২৩ মার্চ এনআইএ-কে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিআইডি সূত্রের খবর, চক্রের আরও চার জনের নাম জানান আসাদুল্লা। তাঁদের মধ্যে তিন জন বাংলাদেশি, অন্য জনের বাড়ি মালদহে। তবে তাঁদের হদিস মেলেনি। এনআইএ-র বক্তব্য, আসাদুল্লা যাঁদের কথা বলেছে, তাঁরা সত্যিই ওই চক্রে জড়িত, নাকি আসল লোকেদের আড়াল করার জন্য ওঁদের নাম বলা হয়েছে— সেটা খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement