নবম-দশমে পাঠ বদল ২০২০ সালে

পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, রদবদল করা হচ্ছে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৪:৪২
Share:

পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, রদবদল করা হচ্ছে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই। প্রতীকী ছবি।

আরও বেশি সময়োপযোগী করতে নবম-দশম শ্রেণির পাঠ্যক্রমে রদবদল করা হচ্ছে। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, পরিবর্তিত পাঠ্যক্রম ২০২০-তে কার্যকর হবে। সেই অনুযায়ী প্রথম মাধ্যমিক পরীক্ষা হবে ২০২২ সালে।

Advertisement

পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, রদবদল করা হচ্ছে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই। ‘‘শিক্ষামন্ত্রী নবম-দশমের পাঠ্যক্রমে কয়েকটি বিষয়ে নজর দিতে বলেছেন। তাঁর পরামর্শ মেনে আমরা কিছু বিষয় পাল্টানোর উপরে নজর দিচ্ছি,’’ বলেন অভীকবাবু। তিনি জানান, যে-সব বিষয়ে বদল দরকার বলে মনে হবে, সেগুলো নিয়ে শিক্ষামন্ত্রী আবার বসবেন এবং উনিই সিদ্ধান্ত নেবেন। পাঁচ বছর অন্তর পাঠ্যক্রম পর্যালোচনা করা হয়। সেই অনুযায়ী ২০২০ সালের আগে পাঠ বদলাবে না।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সহকারী সম্পাদক স্বপন মণ্ডল সোমবার জানান, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে শিক্ষকদের তরফে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যক্রম পর্যালোচনার কথা বলা হয়। মন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে সদর্থক পদক্ষেপ করা হবে। পরীক্ষা ব্যবস্থা সংস্কারের কথাও বলা হয়েছে শিক্ষামন্ত্রীকে। পার্থবাবু এ দিন বলেন, ‘‘কিছু পরিবর্তন হবে কি না, পাঠ্যক্রম কমিটিই সেটা খতিয়ে দেখবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন