CM Mamata Banerjee

সাড়ে চার মাসের কন্যাকে নিয়ে দিদির কাছে তৃণমূল বিধায়ক, শিশুর নামকরণ মুখ্যমন্ত্রীর! পেলেন অন্নপ্রাশনের নিমন্ত্রণ

কন্যার নামকরণ করুন দিদি। এমনটাই চেয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই কারণে সোমবার বেলায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে সাড়ে চার মাসের কন্যাকে নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৭:০২
Share:

(বাঁ দিকে) বিধায়ক শম্পা ধাড়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

কন্যার নামকরণ করুন দিদি। এমনটাই চেয়েছিলেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া। সেই কারণে সোমবার বেলায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে সাড়ে চার মাসের কন্যাকে নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরোতেই কন্যার নামকরণ করার জন্য অনুরোধ করেন শম্পা। অনুরোধ ফেরাননি মুখ্যমন্ত্রী। তিনি বিধায়ক-কন্যার নাম দিয়েছেন ঐশী, যার অর্থ ঐশ্বরিক।

Advertisement

বিধায়ক আনন্দবাজার ডট কমকে বলেন, “মেয়ের নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। দিদি দুটো নাম বলেছিলেন। ঐশী নামটাই আমার পছন্দ হয়েছে। আজ থেকে ওই নামেই মেয়ের পরিচয় হবে।” বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী তাঁর মেয়েকে আশীর্বাদ করেন, আদরও করেন।

কয়েক দিন পরেই কন্যার অন্নপ্রাশন। সোমবারই মুখ্যমন্ত্রীকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন রায়নার বিধায়ক। দলের বিধায়কদেরও নিমন্ত্রণ করেন। শম্পা বলেন, “মেয়ের অন্নপ্রাশনে আসার কথাও দিদিকে বলেছি। উনি মেয়েকে আদর করেছেন, আশীর্বাদও করেছেন। আমি আজ খুব খুশি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement