NITI Aayog Report

কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাতে এগিয়ে বাংলা! নীতি আয়োগের রিপোর্টে স্বীকৃতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, নীতি আয়োগ আনুষ্ঠানিক ভাবে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২২:২২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের ভুল মানচিত্র নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল গত সপ্তাহে। অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছিলেন নীতি আয়োগে। কিন্তু ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক সেই রিপোর্টে প্রকাশিত পর্যালোচনাকে সোমবার স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে লিখলেন, ‘‘আনন্দের সাথে জানাচ্ছি যে নীতি আয়োগ আনুষ্ঠানিক ভাবে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের দৃঢ় পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।’’

Advertisement

নীতি আয়োগের সদ্য প্রকাশিত ‘সামারি রিপোর্টে’ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিবাচক অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যা জাতীয় গড় ৩.২ শতাশের এর চেয়ে ৩০ শতাংশ কম।’’ শিক্ষাক্ষেত্রে বাংলার অগ্রগতি নীতি আয়োগের রিপোর্টে উঠে এসেছে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ। জাতীয় গড়ের ৭৩ শতাংশের (২০১১ সালের হিসাবে) চেয়ে বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হার কম এবং পাশের হার বেশি।’’

নীতি আয়োগের রিপোর্ট জানিয়েছে, ২০২০ সালের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ু (৭২.৩ বছর) জাতীয় গড়ের তুলনায় বেশি। লিঙ্গ অনুপাতেও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট জানাচ্ছে, প্রতি ১০০০ পুরুষের মধ্যে ৯৭৩ জন কন্যাসন্তান রয়েছে এ রাজ্যে। জাতীয় গড়ের ৮৮৯ এর চেয়ে উল্লেখযোগ্যভাবে ভাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিন্তু ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক সেই রিপোর্ট অনুযায়ী শিশুমৃত্যুর হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় ভাল অবস্থানে রয়েছে এ রাজ্য। বিভিন্ন জীবনযাত্রার মান পর্যালোচনা করতে গিয়ে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে যে নীতি আয়োগ বাংলাকে এগিয়ে রেখেছে, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement